প্রেমে আমার আমরণ বিষাদ। প্রেমে আমার আজনম ডর। অথচ প্রেমেই দেখো বুক পোড়ে, আবার সেই প্রেমেই বুক চুমে ঈশ্বর। প্রেমে মিথ্যা দালান-কোঠা, বুকের ভেতর মানুষ জড়। প্রেমে ভোলে সহজ পথ, মনের গহন অতল-পর।
মানুষ জনমের হেতু প্রেম, আমার জন্যও তা সত্য। তবে কবিতায় প্রেম নিয়া আমি খুব লিনিয়ার ভাবে ভাবনাদের আনতে পছন্দ করি না। আমি ব্যক্তিগত জীবনেও তা পারি না। ধইরা নিতে পারেন এইটা আমার ভাল আবার একই সাথে খারাপ দিক। তবে জীবনের জন্য প্রেম ভীষণ সত্য এবং সহজাত। যারা আমার কবিতার সাথে হৃদ্যতা করছেন এবং হয়ত হৃদ্যতা করতে চান, তারা বইটা পইড়া দেখতে পারেন। অথবা যারা প্রেমরে অবশ্যম্ভাবী জায়গা থেইকা বা লিনিয়ার ভাবনার বাইরে থেইকা দেখতে চান, তারাও বইটা পইড়া দেখতে পারেন। ভালবাসা সবাইরে। পৃথিবীতে প্রেম হোক সব চাইতে অমূল্য সম্পদ।