মানুষের জীবনে প্রতিনিয়তই ছোটখাটো বহু ঘটনা ঘটে থাকে, যার সিংহভাগকে আমরা কোনো গুরুত্ব দেই না। ইচ্ছেয় হোক আর অনিচ্ছেয় হোক হঠাৎ ঘটে যাওয়া আপাতগুরুত্বহীন ছোট্ট একটা ঘটনা মানুষের জীবন কীভাবে ওলটপালট করে দিতে পারে তা অননুমেয়। ইলিয়াস সাহেবের একটামাত্র ছোট্ট পদক্ষেপ একটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার সাথে যুক্ত হয় আরো তিন-তিনটি মৃত্যু। প্রথম দিকে গুরুত্ব না দিলেও পরে একটা প্রবল অপরাধবোধ তাড়া করে ফেরে তাকে। বর্ণচোরা অসৎ ব্যবসায়ী ইলিয়াস সাহেবের মনের মধ্যে শুরু হয় ভাঙাগড়া। অপরাধবোধের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে নিজের শাস্তি দাবি করেন তিনি। অপরাধ প্রমাণিত না হওয়ায় মুক্তি পেয়ে যান। কিন্তু বিবেকের দংশন থেকে কি তিনি মুক্ত হতে পারেন? কোনটা বড়, আদালতের বিচার নাকি বিবেকের?