ফ্ল্যাপের কিছু কথাঃ প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থটি প্রবন্ধ-সংকলন। সংকলিত প্রবন্ধগুলি প্রাচীন বাংলার ইতিহাস সংস্কৃতিবিষয়ক। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে বেশ কয়েকটি প্রবন্ধে। ইসলাম-বিস্তারের পটভূমি -সম্পর্কিত প্রবন্ধটিতে লেখক মৌলিক চিন্তা-ভাবনার বিকাশ ঘটেছে। প্রাচীন বাংলার ধর্ম, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের শ্বাশ্বত রূপের পরিচয় উদ্ঘাটনের সযন্ত প্রয়াস লক্ষ করা যায় একাধিক প্রবন্ধে। একটি প্রবন্ধে লেখক বাংলার আঞ্চলিক ব্যক্তিত্ব বা Bengals Regional Personality সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করেছেন। প্রাচীন যুগে বাংলার সঙ্গে দক্ষিণ পূর্ব-এশিয়ার বাণিজ্যিক ও সেইসূত্রে সাংষ্কৃতিক সম্পর্ক নির্ধারণের প্রচেষ্টা রয়েছে অন্য একটি প্রবন্ধে। দু’তিনটি প্রবন্ধের আলোচনায় প্রাচীন বাংলার ভৌগলিক পরিচয়-সম্পর্কিত সমস্যা স্থান পেয়েছে। এ সংকলনে প্রাচীন বাংলার সমাজ সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে।
সূচিপত্র * বাংলা ভৌগলিক পরিচয় * প্রাচীন যুগে উত্তর বাংলা * বাংলার প্রাথমিক লিপিমালায় পুণ্ড্র, পুণ্ড্রবর্ধন-ভুক্তি * প্রাচীন বাংলার সামাজিক ও ধর্মীয় মনোভাব : ঐতিহ্য ও শাশ্বত রূপ * প্রাচীন বাংলার ‘ব্যক্তিত্ব’ * বাংলা ও দক্ষিণ পূর্ব-এশিয়া : বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের আদিপর্ব * ইতিহাসের প্রেক্ষাপটে বাংলার সংষ্কৃতি * বাংলায় ইসলাম-বিস্তারের পটভূমি
আবদুল মমিন চৌধুরী একজন বাংলাদেশী ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন।