ইউরোপের গ্রিস ও রোমে দুটো পূর্ণাঙ্গ নগর-সভ্যতার বিকাশ ঘটেছিল। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে রেখেছিল খাড়া খাড়া পাহাড়। তাই এক একটি নগরই হয়ে উঠেছিল রাষ্ট। এরকম দুটো নগররাষ্ট্র স্পার্টা ও এথেন্সের কথা তুলে ধরা হয়েছে বইটিতে। গ্রিসের উত্তরাঞ্চলে মেসিডোনিয়া রাজ্যের রাজা আলেকজান্ডার গ্রিক সভ্যতার ওপর অধিকার প্রতিষ্ঠা করেন। মিসরসহ প্রাচ্যের অনেক দেশও দখল করেন তিনি। পরে প্রাচ্য ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের মিলন ঘটিয়ে একটি নতুন সংস্কৃতির বিকাশ ঘটান তিনি। জন্ম নেয় হেলেনিস্টিক সভ্যতা। মূল গ্রিস আর হেলেনিস্টিক সভ্যতার নানা কথায় সাজানো হয়েছে এ বই। রঙিনতে রয়েছে বেশ কিছু রঙিন ছবিও।
এ কে এম শাহনাওয়াজ
ড. এ কে এম শাহনাওয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিষয়ে অধ্যাপনা করছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারিতে তাঁর জন্ম। পৈত্রিক নিবাস বিক্রমপুরের টঙ্গীবাড়ি। ১৯৮৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে পেশা জীবন শুরু করেছিলেন।
সত্তর ও আশির দশকে ‘শাহনাজ কালাম’ লেখক নামে ছড়া ও গল্প লিখিয়ে হিসেবে পরিচিত হলেও পেশা জীবনে এসে বিশেষ মনােনিবেশ করেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক্রমভিত্তিক গ্রন্থ রচনা, শিল্পসংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব বিষয়ক গ্রন্থ ও প্রবন্ধ লেখায়। তাঁর গবেষণার বিশেষ অঞ্চল মধ্যযুগের বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস এবং এই পর্বের মুদ্রা ও শিলালিপি।
ড. শাহনাওয়াজের রচিত ও সম্পাদনাকৃত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। দেশ ও বিদেশের গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধও প্রায় সমসংখ্যক। দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি ও সমাজসংস্কৃতি বিষয়ক কলাম লিখে আসছেন।