এই গ্রন্থটির একটি বিশেষত্ব রয়েছে। এটি নিছক রাজনৈতিক ইতিহাসের বর্ণনা নয়। বাংলার প্রাচীন যুগপর্বকে উপস্থাপন করা হয়েছে রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি বাঙালির সামাজিক-সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াবলির বিন্যাসের মাধ্যমে। এর আগে রচিত অধিকাংশ ইতিহাস গ্রন্থ শাসকদের ইতিহাসের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কথা। আলােচনার তেমন অবকাশ রাখেনি। এক্ষেত্রে অবশ্য সূত্রের সংকট ইতিহাস লেখকদের সামনে সমস্যা তৈরি করেছিল। প্রাচীন বাংলায় লিখিত কোনাে ইতিহাস গ্রন্থ পাওয়া যায়নি। সাহিত্যের আঁকরসূত্রও তেমন সহজলভ্য নয়। একারণে প্রত্নতাত্ত্বিক সূত্রের ওপর অনেকটা নির্ভর করতে হয়েছে। এভাবে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের সূত্রের ওপর ভিত্তি করে রচিত হয়েছে বর্তমান গ্রন্থটি। গ্রন্থের অবয়ব তেমন বড় হয়নি। তবে প্রাচীন বাংলার ইতিহাসের একটি পূর্ণাঙ্গ রূপ দেয়ার চেষ্টা রয়েছে গ্রন্থটিতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ের স্নাতক সম্মান শ্রেণির পাঠ্যসূচি সামনে রেখে গ্রন্থটি লেখার যাত্রা শুরু হলেও শেষ পর্যন্ত যেভাবে সমাপ্ত হয়েছে তাতে একজন পাঠক এই বইটি পড়ে প্রাচীন বাংলার শুধু রাজনৈতিক ইতিহাসই নয়-সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং ধর্মীয় অবস্থা সম্পর্কেও ধারণা পাবেন। সে লক্ষ্যে সর্বশেষ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফলকেও বিশ্লেষণ করা হয়েছে। বেশ কয়েকটি প্রয়ােজনীয় ছবি ব্যবহার করে গ্রন্থটি পূর্ণাঙ্গ করার সযত্ন প্রয়াস রয়েছে এখানে।
ফাতেমা হেরেন
বর্তমানে সরকারি বিএল কলেজে ইতিহাস বিভাগে সহযােগী অধ্যাপকের পদে কর্মরত ড. ফাতেমা হেরেন ঝালকাঠী জেলার রাজাপুর থানায় ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইদুর রহমান ও মা সামছুন্নাহার হেলেন। দুই ভাই-বােনের মধ্যে তিনি বড়। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং শেরে বাংলা ডিগ্রি কলেজ বরিশাল থেকে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে মেধাবী ফলাফলের মধ্য দিয়ে অর্জন করেন যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি। ১৬শ বিসিএসের (সাধারণ শিক্ষা) সূত্রে তিনি সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০-১১ শিক্ষাবর্ষে তিনি পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন। বর্তমানে ফাতেমা হেরেন খুলনা বিএল কলেজে ইতিহাস বিভাগের সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত।
এ কে এম শাহনাওয়াজ
ড. এ কে এম শাহনাওয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিষয়ে অধ্যাপনা করছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারিতে তাঁর জন্ম। পৈত্রিক নিবাস বিক্রমপুরের টঙ্গীবাড়ি। ১৯৮৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে পেশা জীবন শুরু করেছিলেন।
সত্তর ও আশির দশকে ‘শাহনাজ কালাম’ লেখক নামে ছড়া ও গল্প লিখিয়ে হিসেবে পরিচিত হলেও পেশা জীবনে এসে বিশেষ মনােনিবেশ করেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক্রমভিত্তিক গ্রন্থ রচনা, শিল্পসংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব বিষয়ক গ্রন্থ ও প্রবন্ধ লেখায়। তাঁর গবেষণার বিশেষ অঞ্চল মধ্যযুগের বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস এবং এই পর্বের মুদ্রা ও শিলালিপি।
ড. শাহনাওয়াজের রচিত ও সম্পাদনাকৃত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। দেশ ও বিদেশের গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধও প্রায় সমসংখ্যক। দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি ও সমাজসংস্কৃতি বিষয়ক কলাম লিখে আসছেন।
Title :
প্রাচীন বাংলার ইতিহাস ( ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত)