আপনি শিক্ষার্থী কিংবা চাকরিজীবী, যে অবস্থানেই থাকুন সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব ও চাপ বাড়তে থাকবে। যদি সময় ব্যবস্থাপনার দক্ষতা আয়ত্ত না করেন, তাহলে কোনো কাজই ভালোমতো হবে না। ফলে শিক্ষাজীবনে ফলাফলের বিপর্যয় ঘটতে পারে। আর কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারায় ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন ব্যহত হবে। মনে রাখবেন, সময় কারও জন্য অপেক্ষা করে না । আপনার যোগ্যতার প্রমাণ দেখাতে সময়নষ্টকারী কাজগুলোকে ঝেড়ে ফেলে সময়ের কাজ সময়ে করুন।
সময় ব্যবস্থাপনায় সাফল্য লাভের মূলমন্ত্রই হচ্ছে আগ্রহের বিষয়ের প্রতি একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেগে থাকা। সেই সঙ্গে দরকার বিশেষ প্রচেষ্টা এবং নিবিড় সাধনা। সময়ের পরিপূর্ণ ব্যবহারে যে কেউ হয়ে উঠতে পারে সফল ও ঈর্ষণীয় সাফল্যের অধিকারী I