বিকেলের স্নিগ্ধ বাতাসে বাড়ির মূল দরজার পর্দাটা মৃদু কাঁপছে। মাঝেমধ্যে বাতাসের তোড়ে পর্দাটা সরে যাচ্ছে। ঝটিতে ভেসে উঠছে ঘরের ভেতরটা। সেই ফাঁক দিয়ে ভালো করে লক্ষ করলে দেয়াল লাগোয়া পেইন্টিংটার একাংশও চোখে পড়ে।
নিশ্চল-নিশ্চুপ, পাথরের মতো দৃষ্টি মেলে সামনের দিকে তাকিয়ে আছে তেরছা চাউনির রহস্যময় এক নর্তকী। নিজের সঙ্গে জড়িয়ে রেখেছে একজন প্রেমিক পুরুষকে। সেই সঙ্গে জড়িয়ে রেখেছে নৃশংস একটি প্রেমের গল্প...!