পোটকরা টু ম্যানহাটন (হার্ডকভার)
প্রতিটা জীবনই একেকটা গল্প হলেও জীবন মূলত কিছু গল্পের সমষ্টি। একটামাত্র গল্প দিয়ে কখনোই পূর্ণ একটা জীবন হয়না। ছোট ছোট অনেক গল্প থেকেই গড়ে ওঠে আমাদের জীবনের গল্প বা উপন্যাস। সময়ের ব্যবধানে আমরা সবাই মরে যাই কিন্তু এই গল্পগুলোই রয়ে যায় আমাদের না-থাকার মাঝে থাকা হয়ে!!! আর এমনই বৈচিত্র্যময় জীবনের গল্পগুলোকে একত্রে গুছিয়ে লিখে আসিফ আকবর বই আকারে প্রকাশ করেছেন, "পোটকরা টু ম্যানহাটন" নামে, এটা অনেকটা ফেইসবুক স্ট্যাটাস/ডায়েরি কাম অটোবায়োগ্রাফি টাইপের বই।।� যদিও বইয়ের নামটা অনেক আগে থেকেই ঘোষণা দেয়া ছিলো, তবে এইবার অমর একুশে বইমেলা-২০২০ এ শেষপর্যন্ত বইটা প্রকাশিত হলো। আমার/আমাদের সবার প্রিয় গায়ক থেকে নায়ক থেকে লেখক - আসিফ আকবরের লেখা প্রথম বই এটি, তবে আশা করি শেষ নয়। কারণ আপনি অনেক ভাল লিখেন, তাই এটুকু আশা করতেই পারি..