কিতাবটি প্রফেসর হযরতের দেশ-বিদেশে সফরের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে লেখা হয়েছে। এই কিতাবের লেখক বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। বুয়েটে পড়েছেন। তখন থেকেই প্রফেসর হযরতের সোহবতে আছেন। আল্লাহ তা’আলা তাকে প্রফেসর হযরতের সোহবতে থেকে অনেক ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য দিয়েছেন। এ কিতাবে তারই বর্ণনায় হজ-উমরার সফর, আমেরিকা সফর ও দেশের বিভিন্নস্থানে দ্বীনি সফরের কিছু ঘটনা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এসব ঘটনা থেকে সব ধরনের পাঠক নিশ্চিতভাবেই উপকৃত হবেন। যারা প্রফেসর হযরতকে জানেন, তারা আপ্লুত হবেন। আর যারা এখনো তার সানিড়বধ্য লাভের সৌভাগ্য অর্জন করেননি, তারা বিস্মিত হবেন।