ফ্ল্যাপের কিছু কথাঃ ইতালির সিসিলি দ্বীপের গ্রাম থেকে এক ভাগ্যোন্বেষী সৈনিক ভাগ্য পরিবর্তনের আশায় ইমিগ্রান্ট ল্যান্ড ইউনাইটেড স্টেটস এ পাড়ি জমিয়েছিল। বহু বথ পাড়ি দিয়ে ,চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে নিউইয়র্কে এসে বসতি গড়েছিল । বহু যুগ পরে বাঙাল মুলুকের আর এক ভাগ্যান্বেষী এস সেই আশ্রয়ে ঢুকে পড়ে। পুরানো বসতিতে নতুন করে প্রাণের সঞ্চার হয়।
শিকড় প্রোথিত হল । এই শিকড় নেমে যাবে আরো গভীরে। দিনে দিনে নিজেকে ছড়িয়ে দেবে শাখা প্রশাখায়।
পথ ও প্রবাসের গল্প-২ এক দেশ ও সংস্কৃতির মানুষের অন্যদেশে, অন্য সংস্কৃতিতে রূপান্তরিত হবার গল্প। চকচকে সভ্যতার ভিতরের দগদগে গল্প।