পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | বইবাজার.কম

পথের পাঁচালী

বইবাজার মূল্য : ৳ ২০০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২৫০





WISHLIST


Overall Ratings (1)

YEASIR
19/03/2019

"পথের পাঁচালী" একটি আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটির তিনটি অংশ। ইহার মূখ্য চরিত্র অপু ও দুর্গা😊। অপু ও দুর্গার মধ্যকার ভাইবোনের সম্পর্কটি লেখক অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দুর্গা তার ভাইয়ের জন্য কত বাধাবিপত্তি অতিক্রম করে মেটে আলু, কাঁচা আম, মাছ ইত্যাদি আরও কত কি সংগ্রহ করে। পিসি ইনদির ঠাকরুনের সাথেও দুর্গার এক মমতাময়ী সম্পর্ক গড়ে উঠে। তিনি দুর্গাকে নিজের মেয়ের মত ভালোবাসে। অপুর মায়ের সাথে ইনদির ঠাকরুনের বিরোধ লেগে থাকলেও পরে অপুর মা নিজের ভুল শিকার করে।😇 সোনামুখী বটতলায় ঝড়ের মুখোমুখী হলে দুই ভাইবোনের মুখ দিয়ে সুর হয়ে বের হয়- "নেবুর পাতায় করমচা, হে বিষ্টি ধ'রে যা" 😍 চরম দরিদ্রতার শিকার অপু দুর্গার বাবা হরিহর আশাবাদী মানুষ ছিলেন। তিনি অপুকে বিদ্যালয়ে না পাঠাতে পারলেও নিজে শিক্ষা দান করেছেন। উপন্যাসের এক সময়ে দুর্গাকে মৃতুবরণ করতে হয় রেলগাড়ি দেখার ইচ্ছা পূরণ না করে।😞 এ উপন্যাসে অনেক চরিত্রের সমাগম ঘটে। গুলকি নামের এক অসহায় মেয়ের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠে।শেষে দেখা যায় অপু ভবিষ্যতে লেখক হবে। 😊 "চলো এগিয়ে যাই" বাক্যটিতে লেখক এক উজ্জ্বল ভবিষ্যতের আশা পোষণ করেছেন। উপন্যাসটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বন্ধুরা তোমরাও উপন্যাটি পড়ে ফেলো। আশা করি ভালো লাগবে। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com