ফ্ল্যাপের কিছু কথাঃ একজন লেখকের জীবন কাহিনী নিয়ে এই উপন্যাস। তাঁর স্মৃতির কড়িডোরে দাঁড়িয়ে বাস্তব সমাজচিত্র, মানুষের জীবন প্রণালী আর পারিবারিক পরিমণ্ডলের টানাপোড়ন সমস্ত কিছুই তুলে ধরেছেন। তাছাড়া এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র লেখকের ঘনিষ্ঠতম বন্ধু শুভ চৌধুরী। তিনি একজন সাদা মনের নন্দিত প্রেমিক পুরুষ। যার সংস্পর্শে মানুষের কুসংস্কার, নীচতা, হীনতা, সব ভুলে যেতে হয়। লেখকের ধারণা এমন চরিত্রটিকে মানুষেল সম্মুখে তুলে ধরতে না পারলে তাঁর লেখায় অপূর্ণতা থেকে যায়।
একদিকে শুভ চৌধুরী জীবনাবলী অন্যদিকে লেখকের ভাগ্য বিড়ম্বিত জীবন কাহিনী- যার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ঘাত-প্রতিঘাত ও দ্বন্দ্বসংঘাত এক এক বাস্তব চিত্র। কিন্তু অদম্য এক ইচ্ছা শক্তি লেখককে নিয়ে যায় স্বপ্ন পূরণের শেষ সিঁড়িতে। বহু অজানা অচেনা হৃদয়ের বহিঃপ্রকাশ পড়ন্ত বিকেলে।
এটি সব বয়স শ্রেণী, পেশার মানুষের পড়ার উপযোগী ব্যতিক্রমধর্মী একটি উপন্যাস।