কবি ও সাংবাদিক। বর্তমানে দৈনিক সংবাদ এ সিনিয়র সাব-এডিটর পদে কর্মরত।
ফ্ল্যাপের কিছু কথাঃ পুলক হাসান আশির দশকের কবি। আশির দশকের মূল প্রবণতাই ছিল কবিতার চলমান ধারাটিকে ঘুরিয়ে দেওয়া। সেই প্রবণতা চিহৃ তাঁর কবিতায়ও সুন্দরবাবে পরিস্ফুট। তাঁর কবিতা যেন কচি ডাবের জল। যে এই জল পার করবে, তার কলিজা ঠাণ্ডা হবে, তার মনে বলে উঠবে, ‘কী ভালো একটা কাজই না করলাম।এই কথাটা তাঁর ‘সব দাগ ওঠে না’-র বেলায় যেমন সত্য, তেমনি সত্য এই বইয়ের বেলায়ও। চারপাশের ছক্কা মারার প্রতিযোগিতায় না ঢুকে কবি আপনমনে নিজের বাঁশিতে ফুঁ দিয়ে চলেছেন, তান তুলেছেন খেলার মেজাজে। যার কান আছে, সেই শুনতে পাবে এর ভেতরকার হৃদয়ধ্বনি, যা কলকল করে বাজে। -প্রকাশক