
পরকালের প্রস্তুতি
বইবাজার মূল্য : ৳ ৩২ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৪০
প্রকাশনী : প্রফেসর’স বুক কর্ণার
বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম
বই: পরকালের প্রস্তুতি পড়েছি পড়ছি রুহামার সম্প্রতি প্রকাশিত "পরকালের প্রস্তুতি"। একবার নয় বারবার পড়েছি।বহুবার পড়ার ইচ্ছে আছে। এর একমাত্র কারণঃ--- ----শুরুতে উল্লেখ করা ফজিলতপূর্ণ দোয়াগুলো বারবার পড়ছি,চেষ্টা করছি মুখস্থ করার। সবচে বেশি বিচলিত হয়েছিলাম, " কিছুটা সময় রবের স্মরণে একান্ত আলাপনে কাটানো "নামক অধ্যায়টি পড়ে । বাহ! কিযে চমৎকার ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে!!। তবে,পড়ার একপর্যায়ে থমকে যাই “জাহান্নামের সবচেয়ে সহজ আযাবের” কথা শুনে। আর তা হলোঃ -“নিশ্চয় কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও নিম্নমানের আযাব হবে এমন ব্যাক্তির, যার দুই পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। যার কারণে তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। আর সে মনে করবে,তার চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হয়নি। অথচ সেটাই হলো সবচেয়ে লঘু শাস্তি।”(সহীহ বুখারী :৬৫৬১) চোখে পানি চলে আসলো। আরো উল্লেখ করা হয়েছে জান্নাতের নেয়ামতরাজির বর্ণনা।
SIMILAR BOOKS
