ফ্ল্যাপের কিছু কথাঃ পরিভাষা অভিধান গ্রন্থটি একটি ব্যাপক ও বহুমাত্রিক পরিভাষা কোষ। এতে রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞানের অর্থ লক্ষের বেশি ইংরেজি শব্দের একাধিক বাংলা পারিভাষিক শব্দ। গ্রন্থটি ছাত্র, শিক্ষক, গবেষক, বাংলায় পুস্তক প্রণেতাসহ সকল শ্রেণীর ব্যবহারিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে। এই গ্রন্থে সকল ইংরেজি মূলশব্দ অভিধানের প্রচলিত নিয়ম অনুসারে বর্ণানুক্রমিকভঅবে সাজানো হয়েছে। মূল ইংরেজি শব্দের পাশে একাধিক বাংলা পারিভাষিক শব্দ দেওয়া হয়েছে। পাঠক মূল ইংরেজি শব্দের বর্ণানুক্রম অনুসারে তাঁর কাঙ্ক্ষিত শব্দটি খুঁজে পাবেন এবং নিজ পছন্দ ও প্রয়োজন অনুসারে শব্দ ব্যবহার করতে পারবেন। বাংলা বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বাংলা বানান রীতি অনুসরণের চেষ্টা করা হয়েছে। বাংলায় উচ্চশিক্ষার ব্যবহার্য গ্রন্থ রচনার ক্ষেত্রে এই গ্রন্থটি বিশেষভাবে সহায়ক হবে।