মাকে আমি দেখিনা বহুকাল
মা আমার যান না নিজ গ্রামে অনেকদিন
পূর্বে তিতাস, পশ্চিমে বলিয়াধরের বিল
কচুরীপানার বেগুনী ফুল আর কালো জলের সুবাতাস
সারি সারি ধঞ্চের দল, বাতাসে দুলছে তাদের কেশ
দৃশ্য সে এক নয়নাভিরাম ।
মাকে আমি খুঁজে বেড়াই
কখনও তিতাস বলিয়াধরের তীরে কখনো বা
কখনও ফিরে তাকাই বুক ভরা অভিমানে
হৃদয় সরোবরে শুকিয়ে গেছে জল
মা আমার আসবে না আর ফিরে কোনদিন
এই তিতাসের দেশে, মাতৃভূমির কোলে
বুক ভরা যন্ত্রণা আমার বেদনার পাহাড়
আহত এই হৃদয় মাকে আমি দেখিনা কতকাল ।