সামাজিক বিজ্ঞানের প্রাথমিক ধারায় ক্ষুদে শিক্ষার্থীদের অল্পায়াসে তার পারিপাশ্র্বিক পরিবেশের ধারণা প্রদানের প্রয়াস নেয়া হয়েছে। শিশুর পরিচয়, তার দেশের পরিচয়, তার পরিবেশ, তার সমাজের কথা, উৎপাদন, ধমীয় উপাসনা, উৎসব ও আনন্দ, নানা দেশের ছেলে-মেয়েদের পরিচিতিসহ পারিপাশ্র্বিক গাছ-পালা, জীবজন্তু খেলাধুলা এবং স্থানগত পরিবেশ সরল ও আকর্ষণীয় ভাষায় বইটিতে উপস্থাপিত হয়েছে।