ইবরাহীম আ.-এর প্রশ্নাবলি এবং মহান আল্লাহ তায়ালার উত্তরের মাধ্যমেই রোগ নিরাময়, চিকিৎসা ও ঔষধ-পত্র বিষয়ক পরিপূর্ণ দর্শন এসে গেছে। মোদ্দাকথা হলো, রোগ যেমন আল্লাহর পক্ষ হতে আসে তেমনি নিরাময়ের ঔষধও আল্লাহ তায়ালাই সৃষ্টি করে দিয়েছেন। আর চিকিৎসককে আল্লাহই তো ঔষধ চিনিয়ে দেন।
আব্দুস সালাম মিয়া হুমায়ুন
Title :
পরিবেশ ও স্বাস্থ্য বিজ্ঞানে মুহাম্মদ ﷺ (হার্ডকভার)