সাহিদা বেগম ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনারচর। গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা- মরহুম আলহাজ্ব আনােয়ার আলী ভূঞা ছিলেন সরকারি কর্মকর্তা। মা আলহাজ্ব হাসনা হেনা বেগম গৃহিণী। গবেষক প্রাবন্ধিক ও আইনজীবী সাহিদা বেগম ১৯৭০ সালে গাইবান্ধা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৭৩ সালে সিদ্ধেশ্বরী মহিলা মহাবিদ্যালয় ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান (বাংলা সাহিত্য) ১৯৭৫ এবং ১৯৭৬ সালে লাভ করেন স্নাতকোত্তর ডিগ্রি। ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন। এন এন বি ডিগ্রি। কর্মজীবন : ১৯৮৫ সালে আইন ব্যবসা শুরু করেন। ঢাকা বারে যােগ দিয়ে। ১৯৮৮ সালে যােগ দেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারে। অদ্যবধি আইন পেশায় নিয়ােজিত আছেন। বর্তমানে বাংলাদেশের সহকারী এটনী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘স্বদেশ, ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সাহিদা বেগম এর রচনার মূল বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাঁর। রচনার একটি বড় অংশ জুড়ে রয়েছে। এ পর্যন্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক ১৬টি গ্রন্থসহ ৬৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম এই যুদ্ধে যুদ্ধে নয় মাস ১৯৮৪ সালে বছর ব্যাপি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।