বাংলা নাট্যশিল্পের আসরে নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীর স্বতন্ত্রচিহ্নিত। তার বিভিন্ন সময়ে লেখা নানা স্বাদের পাঁচটি নাট্যোপন্যাস নিয়ে ‘দেশ পাবিকেশন্স’-এর সংযোজন, নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী রচিত ‘পঞ্চপুরাণ’। এই ‘পঞ্চপুরাণ’-এ রয়েছে ইতিহাস আশ্রয়ে ‘অশোকানন্দ’; ব্রিটিশ আমলের কাহিনি-ভিত্তিক ‘গোমতীর উপাখ্যান’; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন-ভিত্তিক ‘কবিকথন’; লোকগাঁথা ও ঘেটুপুত্রের জীবন-জটিলায়তনে ‘জলের ভেতর জলের বিসর্জন’; এবং নারী-মুক্তিতে ‘অপ্রকাকৃতি প্রকৃতি’। ‘অশোকানন্দ’: ৩২৩ খ্রি. পূ. বাঙালির এক অলিখিত অধ্যায়। বঙ্গ-মগধের মহারাজাধিরাজ ধনানন্দকে হত্যা করে চন্দ্রগুপ্ত (প্রথম) সিংহাসনে আরোহণ করেন। তখনই দেখা দেয় নানা জটিলতা ও নাটকিয়তা। বঙ্গ-মগধের আসল যুবরাজ আশোকানন্দ তার পিতার মৃত্যু ও তার মাতার নূতন স্বামী (চন্দ্রগুপ্ত) গ্রহণই এরজন্য দায়ী হয়ে ওঠে। শুরু হয় প্রতিশোধ নেওয়ার পালা। ঘটতে থাকে রাজপ্রাসাদের ষড়যন্ত্র। ঘটে মৃত্যু, ট্রাজেডি। চলে ছলচাতুরি ও উচ্চাকাঙ্ক্ষা। প্রদর্শিত হয় ভুলে যাওয়া বাঙালির এক ইতিহাস। ‘গোমতীর উপাখ্যান’: ব্রিটিশ ঔপনবিশেকি আমলের ত্রিপুরার মহারাজ ধর্ম মাণিক্যের রাজপ্রাসাদের ঘটে যাওয়া কাহিনিকে ভিত্তি করে রচিত এই নাট্যোপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে পারিবারিক, আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট। একসঙ্গে ধ্রুপধ-নাট্যশাস্ত্র ব্যবহার করে এক সাধারণ বাঙালি পরিবারের বিয়েকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিশ্বাসঘাতকতা, কুন্দল, মিথ্যা আত্মগর্ব এবং প্রতিহিংসা। প্রেম, ক্ষমা ও নিপীড়ন বৃত্তাকারে নিয়ন্ত্রণ করে এই নাট্যেপন্যাসকে। ‘কবিকথন’: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন-ভিত্তিক রচিত এই নাট্যেপন্যাস। এখানে স্থান করে নেয় সৃষ্টি চৈতন্যে নিমগ্ন কবির প্রেম ও দ্রোহ। ‘জলের ভেতর জলের বিসর্জন’: ভাটি-বাংলার ‘জলসুকা’ গ্রামের ব্রিটিশ আমলের ঘেটুপুত্রের জীবন জটিলায়তন, দ্ব›দ্ব-সংঘাত, অন্তর্নিহিত টানাপোড়নে ঘটনার আকস্মিক মোড়-পরিবর্তনে এই নাট্যোপন্যাসে করুণ-রসের উদ্ভাসন ঘটে। এখানে ঘেটুপুত্রের জীবন গৃহীত হয়েছে একান্তভাবেই অভিনব ও অভূতপূর্ব রূপে। এখানে বহির্জীবন ও অন্তর্জীবন দ্বৈত ধারায় প্রবাহিত। ‘অপ্রাকৃতিক প্রকৃতি’: অস্পৃশ্য, অনাদৃত, অবহেলিত এক সন্তানহীন নারীর কাহিনি। এই নারীকে মনুষ্যত্বের সম্মানে উন্মুক্ত করতে রচিত হয়েছে এই নাট্যোপন্যাসটি। এখানে প্রকাশ পেয়েছে সন্তানহীন নারীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব-সংঘাত প্রভৃতি।