‘পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ’ বইয়ের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে বাংলাদেশের পঞ্চাশ বছরের কতোগুলো ছবি আঁকা হয়েছে। এতে এ-সময়কালে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিমত্তা ও দুর্বলতা, নগরজীবন, প্রযুক্তি ও শিল্প-সংস্কৃতির জগতে পরিবর্তন এবং ব্যক্তিগত উপলব্ধির মতো বিষয়গুলো এসেছে। লেখকরা এখানে তাঁদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সামাজিক অভিজ্ঞতার সমন্বয় সাধন করেছেন। যাদের জন্ম গত শতাব্দীর সত্তর দশকের শুরুতে, পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ তাদের বেড়ে ওঠার গল্প বলেছে। এই বইটি আগামীদিনের বাংলাদেশের জন্য একটি প্রামাণ্য দলিল হবে। একে বলা যেতে পারে, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের বাঙালি মধ্যবিত্তের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রসরমানতার আখ্যান।
‘পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ’ বইটিতে যারা লিখেছেন: অপু শহীদ,আকতার মাহমুদ, আমিমুল এহসান,আহমদ আবু ইনসাফ, ইকবাল কবীর, কাজল ঘোষ, জাকির আহমেদ জাকির, তানি জেসমিন, তাসলিমা সাদিক লিজা, তৌফিকুর রহমান খান, নাহিদ আহসান, বুলবুল সিদ্দিকী, এম সবুর সজল, মাহবুব পারভেজ, মৃদুল আহমেদ, মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ নাহিদুল ইসলাম, মোহাম্মদ মাহমুদুজ্জামান, রঞ্জনা সায়ীদ, রেজাউল হোসেন, শশাঙ্ক সাদী, শাকিল আহম্মেদ, শাফী মাহমুদ, শাহনীলা রহমান, শিকোয়া নাজনীন, সঞ্জয় মজুমদার, সাইমুম পারভেজ, সাবেরা তাবাসসুম, সামিও শীশ, সামিনা হক শাম্মী, সুজাউল ইসলাম খান, সৈয়দ শওকত ইমাম এবং হাসনে আরা ডালিয়া।
২৬ মার্চ ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রুটস প্রকাশিত পঞ্চাশে স্বপ্নের বাংলাদেশ বইটি সম্পাদনা করেছেন যৌথভাবে রঞ্জনা সায়ীদ, শাকিল আহম্মেদ এবং মোহাম্মদ মাহমুদুজ্জামান। বইটির প্রচ্ছদ করেছেন ‘মুক্তির গান’-খ্যাত চিত্রশিল্পী স্বপন চৌধুরী।