প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তােমরা যারা হিসাববিজ্ঞানের শিক্ষার্থী তাদের সামগ্ৰীক কল্যাণার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস “Poet অব Accounting” হিসাববিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের হিসাববিজ্ঞানের প্রতি ভয়-ভীতি দুর করার জন্য, হিসাববিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য, হিসাববিজ্ঞানের উপর প্রকৃত ও বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য, হিসাববিজ্ঞানের প্রতিটি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করার জন্য এবং হিসাববিজ্ঞানের যে কোন পরীক্ষায় ভালাে ফলাফল অর্জনের জন্য আমার এই চেষ্টা। আমি আল্লাহর উপর ভরসা করে নির্ধিদায় বলতে পারি যে, তােমরা যারা এই বইটি পড়বে তারা অবশ্যই হিসাববিজ্ঞান সংক্রান্ত অতি মজবুত মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। কেননা এই বইটিতে প্রতি বিষয়বস্তু ছন্দে ছন্দে অত্যন্ত সহজ-সরল ভাষায়, সংজ্ঞা, ব্যাখ্যা এবং চিত্রসহ বাস্তব ধর্মী উদাহরনের সাহায্যে ব্যাখ্যা-বিশ্লেষন করা হয়েছে ।