ফ্ল্যাপের কিছু কথাঃ হেলাল হাফিজ : ১৯৪৮ সালের ৭ই অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন । লেখাপড়া করেছেন নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়। নেত্রকোনা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই ১৯৭২ সালে তিনি তৎকালীন সংবাদপত্র দৈনিক ‘পূর্বাদেশ’-এ সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগদান করেন। অল্প লিখেও হেলাল হাফিজ গল্প হয়েছেন। জীবন্ত কিংবদন্তি এই কবির একমাত্র কবিতাগন্থ ‘ যে জলে আগুন জ্বলে’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে। কবিতাপ্রেমী মানুষের মনে এই বই অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে যা বাংলাদেশের কবিতার ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। হেলাল হাফিজের এই কবিতাগ্রন্থ পরবর্তী প্রজন্মের সকল কবিতাকর্মী ও পাঠককে ব্যাপকভাবে প্রভাবিত করে। লেখার ব্যাপারে তার পরিমিতি বোধ বিস্ময়কর। দীর্ঘ বিরতির পর তিনি আবার লিখতে শুরু করেছেন। নিভৃতচারী এই কবির জীবন কবিতার মতোই রহস্যময়।
সূচি * নিষিদ্ধ সম্পাদকীয় * Forbidden Editorial * নিরাশ্রয় পাঁচটি আঙুল * Shelterless Five Fingers * দুঃসময়ের আমার যৌবন * My Youth in the Sad Day * অস্ত্র সমর্পন * Arm-Surrender * অগ্লুৎসব * Festival of Fire * বেদনা বোনোর মতো * Pain Like Sister * ইচ্ছে ছিল * I Had Desire * প্রতিমা * Symbol * অন্যরকম সংসার * The Different World * নিখুঁত স্ট্যাটেজি * Faultless Strategy * আমার সকল আয়োজন * All of my Arrangement * হিরণবালা * Hiranbaala * দুঃখের আরেক নাম * Anther Name of Sorrow * প্রত্যাবর্তন * The Return * অশ্লীল সভ্যতা * Obscene Civilization * তীর্থ * The Shrine * অনির্ণীত নারী * The Undefined Woman * কবিতার কসম খেলাম * Swear by Verse * পরানের পাখি * Bird Of Life * বাম হাত তোমাকে দিলাম * This Left Hand Given to you * শামুক * The Snail * আমার কী এসে যাবে * What Matters to me * ইদানীং জীবন যাপন * Passing Life at Present * পৃথক পাহাড় * The Different Mountain * অহংকার * Vanity * কোমল কংক্রিট * Soft Concrete * নাম ভূমিকায় * In Title-role * সম্প্রদান * Bestowing * একটি পতাকা পেলে * If we got a Flag * মানবনল * Man’s Fire * যার যেখানে জায়গা * Who Keeps Which Place * কবি ও কবিতা * The Poet and The poem * ফেরিওয়ালা * The Hawker * উপসংহার * Conclusion * উৎসর্গ * Dedication * যেভাবে সে এলো * How He Came * রাডার * Rudder * যাতায়াত * Coming and going * যুগল জীবনী * Brace Biography * লাবণ্যের লতা * The Creeper of Loveliness * তোমাকেই চাই * I want only you * ভূমিহীন কৃষকের গান * Song of a Landless Farmer * কবুতর * The Pigeon * নেত্রকোনা * Netrokona * তুমি ডাক দিলে * If you Call * হিজলতলীর সুখ * The Happiness of Hijaltali * রাখাল * The Cowboy * ব্যবধান * The Distance * কে * Who * অমীমাংসিত সন্ধি * The Undecided Junction * ক্যাকটাস * Cactus * তৃষ্ণা * Thirsty * হৃদয়ের ঋণ * Heart’s Loan * প্রস্থান * Department * ঘরোয়া রাজনীতি * Politics In Close Touch * ডাকাত * The Dacoit * সুন্দরের গান * Song Of Beauty * রাখালের বাঁশি * The Flute of the Cowherd * অচল প্রেমের পদ্য * Obsolete Love Poetry
হেলাল হাফিজ
হেলাল হাফিজ (জন্মঃ ৭ অক্টোবর, ১৯৪৮) বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর অসংখ্য সংস্করণ হয়েছে। ওই গ্রন্থটির ১৯ টি সংস্করণ প্রকাশিত হলেও এরপর গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে তার নিস্পৃহতা দেখা যায়। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। তাঁর অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পংক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। দেরীতে হলেও ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।