ভূমিকা সকলের জন্য পদার্থবিদ্যা গ্রন্থমালায় চারটি বই সন্নিবেশ করা হয়েছে। সর্বশেষ বইটিতে আলােচনা করা হয়েছে ফোটোন ও পরমাণুকেন্দ্র সম্পর্কে।
পদার্থবিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য এবং বিষয়টিকে সবার কাছে আকর্ষণীয় করে তােলার জন্য লেখক জটিল বিষয়গুলােকে গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে উপস্থাপন করেছেন। পদার্থবিদ্যার অধ্যাপক যেমন এই বই পড়ে উপকৃত হবেন তেমনি একজন স্কুলছাত্রও। | এই বইকে সাতটি অধ্যায়ে ভাগ করে আলােচনা করা হয়েছে। স্বল্পভেদী তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আলােকযন্ত্র, অতিভেদী তড়িৎ চুম্বকীয় বিকিরণ, বলবিজ্ঞানের সার্বিকীকরণ, পরমাণুকেন্দ্রের গঠন, শক্তির উৎস এবং মহাবিশ্বের পদার্থবিজ্ঞান নিয়ে বলা হয়েছে পুরাে বইয়ে। কিতাইগারােদস্কি নিজের লেখা ভূমিকায় লিখেছেন পদার্থবিজ্ঞানের সূত্রগুলাে সামগ্রিকভাবে প্রাকৃতবিজ্ঞানের নিয়মাবলীর মতােই। স্কুল প্রকৃতির। পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে এদের পাওয়া গেছে। পরীক্ষার সাহায্যে বহু মৌলিক সত্যের প্রতিষ্ঠা হয়েছে। যেমন- অণু ও পরমাণু থেকে পদার্থের গঠন, পরমাণুর কেন্দ্রীয় রূপচিত্র, পদার্থের তরঙ্গকণা রূপ ইত্যাদি। এখন মৌলিক নিয়মাবলির সংখ্যা এবং এদের বর্ণনার জন্য প্রয়ােজনীয় প্রাথমিক ঘটনা ও ধারণার সংখ্যা খুব বেশি নয়।
গত কয়েক দশক ধরে পদার্থবিজ্ঞানের বৃদ্ধি ও প্রসারণ এমন স্তরে গিয়ে পৌছেছে যে এর অংশবিশেষ প্রকৌশলের সঙ্গে, প্রাকৃতবিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সঙ্গে, ভেষজবিজ্ঞানের সঙ্গে এমনকি মানবিক বিজ্ঞানগুলাের সঙ্গেও নিবিড়ভাবে বাঁধা। | সকলের জন্য পদার্থবিদ্যা গ্রন্থমালার লক্ষ্য বিভিন্ন পেশার প্রতিনিধি যারা তাদের পদার্থবিজ্ঞানের পাঠ আবার স্মরণ করতে চান, বিজ্ঞানের আধুনিক অবস্থার একটি ছবি পেতে চান বৈজ্ঞানিক ও প্রকৌশলগত অগ্রগতির উপরে এর প্রভাবের মূল্যায়ন করতে চান।
ল. লানদাউ
আ. কিতাইগারোদস্কি
Title :
পদার্থবিজ্ঞানের সহজ পাঠ ফোটোন এবং পরমাণুকেন্দ্র