তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন। তাঁর লেখায় বিশেষভাবে পাওয়া যায়। বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বােষ্টম, বাউরি, ডােম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। ছােট বা বড় যে ধরনের মানুষই হােক না কেন, তারাশঙ্কর তার সব লেখায় মানুষের মহত্ত্ব ফুটিয়ে তুলেছেন, যা তাঁর লেখার সবচেয়ে বড় গুণ। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তাঁর অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম-জীবনের ভাঙনের কথা, নগর-জীবনের বিকাশের কথা। তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী। এই বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হন।
তারাপ্রণব ব্রহ্মচারী
তারাপদ রায়
তারাপদ রায় (১৭ নভেম্বর ১৯৩৬ - ২৫ আগস্ট ২০০৭) ছিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। হালকা হাস্যরস ও পরিমিত তিক্তরসের মিশ্রণে তার রচনা চিহ্নিত ছিল। তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা ও সরকারি চাকরি শেষে ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা হিসেবে অবসর নেন। তার কবিতার প্রথম বই "তোমার প্রতিমা" ১৯৬০ সালে প্রকাশিত হয়, এবং তার প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। তিনি রম্যরচনা, ছোটগল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্যেও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। সাহিত্যিক ছদ্মনাম নক্ষত্র রায় ও গ্রন্থকীট নামেও তার লেখা পাওয়া যায়। সরকারি অতিথি হিসেবে ইংল্যান্ড ও আমেরিকা সহ বহু দেশে ভ্রমণ করেছেন।