মেনো সংলাপটি প্লেটোর জ্ঞানতত্ত্বের একটি মূল রচনা। জ্ঞান যে অনুস্মরণ (Recollection), সেই বক্তব্য আমরা এই সংলাপটিতেই প্রথম খুঁজে পাই। জ্ঞান মানুষের সহজাত, অন্তর্গত গুণ ও বৈশিষ্ট্য; মানুষের জন্মের পূর্বেই তা তার আত্মায় সুপ্ত অবস্থায় থাকে; তাকে শুধু জাগ্রত করতে হয়, এমনই ধারণা অনুস্মরণতত্ত্বের। যেমন, ফিদো-তেও প্লেটো সক্রেটিসের জবানিতে বলেন যে, “আর এটি যদি সত্য হয় আমাদের জন্মের পূর্বে আমরা জ্ঞান অর্জন করি, তাহলে জন্মের মুহূর্তে তা হারিয়ে ফেলি, আর পরবর্তী পর্যায়ে ইন্দ্রিয়ের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অনুশীলনের মাধ্যমে আমাদের সেই পূর্বলব্ধ জ্ঞান পুনরুদ্ধার করি, তাহলে আমার ধারণা, যাকে আমরা শিক্ষালাভ বলি, তা আমাদের নিজেদের জ্ঞানেরই পুনরুদ্ধার, আর তাকে যদি আমরা অনুস্মরণ হিসেবে অভিহিত করি … তবে ঠিকই করি।”
আমিনুল ইসলাম ভুঁইয়া
Title :
প্লেটো: মেনো-সদ্গুণ শিক্ষাদানযোগ্যতা সম্পর্কে একটি সংলাপ