থিয়েটার বিনোদন মাত্র নয়, থিয়েটার সমন্বিত জীবনক্ষেত্রকে চলমান সামাজিক দারিদ্র নিপীড়ন ক্ষুধা, শোষন প্রক্রিয়ায় আন্দোলিত ও সংবেদিত করে। এই পরিপ্রেক্ষিতে ল্যাটিন আমেরিকার ব্রাজিলের অগাস্তো বোয়াল নির্যাতিতদের জন্য থিয়েটার (থিয়েটার অব দি ওপ্রেস্ভ) নামীয় নাট্য চর্চার ভিত গড়ে তোলেন। তখন অগস্তো বোয়াল ভিনদেশী থাকেন না, বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের আপনজন হয়ে যান। সমালোচনা মূলক চিন্তা ও কর্মে বিশ্বাসী শিক্ষাবিদ, রাজনীতিককর্মী, থেরাপিস্ট ও সমাজকর্মীরা সবাই নিজ নিজ ক্ষেত্রে বর্ণ-বৈষম্য, যৌনতা, লিঙ্গ বৈষম্য, একান্ততা ও রাজনীতিক অক্ষমতার মত বিভিন্ন প্রকার সমস্যার মোকাবেলায় থিয়েটার অব দি ওপ্রেস্ড (To) ব্যবহার করেছেন। সামাজিকভাবে সংগতিপূর্ণ এবং বিভিন্ন পারিপার্শ্বিকতায়- মননশীলতার কারণে থিয়েটার অব দি ওপ্রেস্ (to) বিশ্বজুড়ে একটা পুর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। সেই পদ্ধতিকেই বিভন্ন প্রকারে উপস্থাপন করা হয়েছে বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের জীবন বেদ হিসাবে মাদি সুটজমান ও জান কোহেন ক্রুজ সম্পাদিত প্লেয়িং বোয়াল ইংরেজী সংকলনে যার বাংলা অনুবাদ এই গ্রন্থ।