ন্যায়নৈতিকতা ও রাষ্ট্রবিজ্ঞানের ‘ট্রিটিজ’ হিসেবে গত আড়াই হাজার বছর ধরে প্লেটোর রিপাবলিক বিশ্বমানসকে আলোড়িত ও পরিপুষ্ট করেছে, নির্মাণ করেছে; এখনো সেই নির্মাণকাজ অব্যাহত আছে। যদিও ন্যায়নৈতিকতাই এই সংলাপটির মূল উপজীব্য তবু প্লেটোর দর্শনের একটি সার্বিক পরিচয় মেলে এতে। ব্যক্তির নৈতিকতা এবং রাষ্ট্র ও সমাজজীবনের ন্যায়ের আলোচনা ছাড়াও জ্ঞানতত্ত্ব, শিক্ষাদর্শন, অধিবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, মনস্তত্ত্ব, নারীবাদ, সাহিত্যতত্ত্ব, পরকালীন কিংবদন্তি ইত্যাদি বিষয়ও স্থানলাভ করেছে এই সংলাপটিতে।