ভূমিকা জাতীয় বিশ্ববিদ্যালয়েরে অধীন চার বছর মেয়াদি নতুন পাঠ্যসূচির আলোকে ‘প্লাটিপাস অনার্স চতুর্থ বর্ষ প্রাণিবিদ্যা গাইড’ বইখানি বের করতে পেরে প্রথমেই পরম করুণাময়ের শোকরিয়া আদায় করছি। বিস্তৃত পাঠ্যসূচি এবং অপ্রতুল তথ্যের কারণে ছাত্র-ছাত্রীদের মাঝে বইখানি দিতে দেরী হয়ে গেল। চার বছর মেয়াদি এই নতুন পাঠ্যসূচির সকল অংশের পূর্ণ তথ্য সর্মদ্ধ বাংলা এই বই এখনো বাজারে চাহিদার তুলনায় অপ্রতুল। তাই প্রয়োজনীয় সকল তথ্যের সমাহার এ বইটি ছাত্র-ছাত্রীদের জন্য সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস।
বইটি রচনার ক্ষেত্রে আমরা প্রাণিবিদ্যা সংক্রান্ত দেশ বিদেশের বিভিন্ন লেখকের বই থেকে তথ্য সংগ্রহ করেছি। নির্ভুল তথ্য প্রাপ্তির জন্য বিভিন্ন ক্ষেত্রে কোন কোন লেখকের বইয়ের কিছু অংশ হুবহু সংযোজন করতে হয়েছে। এজন্য আমরা সংশ্লিষ্ট বইয়ের লেখকের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
বইটি সব দিক নির্ভূল তা নয়। অনিচ্ছাকৃত ও মুদ্রণজনিত ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। বইটি ভুল ত্রুটির ব্যাপারে শুভানুধ্যায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের সদয় দৃষ্টি ভঙ্গি আশা করছি। শিক্ষার্থীদের প্রয়োজনরে তাগিদেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাই বহুদিনের পরিশ্রমের ফসল এই বইটি শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে পারলেই আমাদের শ্রম সার্থক হবে।
বন্যপ্রাণি ও বন্যপ্রাণি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করার জন্য হুমায়ুন কবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বইটি প্রকাশের ব্যাপারে সার্বিকভাবে সহায়তা করেছে প্রাণিবিদ্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের প্রকাশ ‘কবির পাবলিকেশন্স’ এর স্বত্বাধিকারী জনাব মোঃ মাহমুদ হাসান বিপ্লব, পরিচালক মোঃ রকিবুল হাসান বাবু ও মোঃ নাজমুল হাসান বাররু সহ প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদান্তে লেখকবৃন্দ
সাজ্জাদ হোসেন রাসেল
মোঃ জিয়াউর রহমান
Title :
প্লাটিপাস : প্রাণিবিদ্যা গাইড (অনার্স ৪ বর্ষ)