“প্লাবনভূমি” বইটি সর্ম্পকে কিছু কথাঃ জ্যোতিপ্রকাশ দত্ত অতিপ্রজ নন, সহজপাঠ্য নন, গল্পবাজ নন। এই নিন্দাকণ্টক তাঁর ক্ষেত্রে ফুল হয়ে ফোটে যিনি জানেন এবং সে-রসিকজনই বারংবার তাঁর গল্পের কাছে গিয়ে আসঙ্গ করেন। জ্যোতি বৈষ্ণব হলে বলা যেত, 'নেহা' কি 'পিরিতি'র কারণে, কিন্তু চারিত্র্যে তো জ্যোতিপ্রকাশ শাক্ত। তাঁর সংকেতময় প্রতীকী গদ্যভাষার কঠিন বর্ম দাবি করে রসিকচিত্তের মেধা, শ্রম ও কাব্যপিপাসা। আসলে জ্যোতিপ্রকাশ দত্ত ভিন্ন মানে বোঝেন 'গল্প'র। কাহিনীকথকের বিপরীত মেরুতে তাঁর অবস্থান, যেন সিঙ্গারের উল্টো প্রান্তে। আইজ্যাক বিসভিচ সিঙ্গার মনে করেন গাল্পিকের দায়িত্ব একমাত্র, বিকল্পরহিত, গল্প তৈরি করা পাঠক তা বুঝে নিক তার নিজের বুদ্ধি, রুচি, পঠনপাঠন ইত্যাদির ভিত্তিতে। জ্যোতিপ্রকাশ যেন বলেন, আমি ব্যাখ্যা ছড়িয়ে রাখব কাহিনীর আর কিছু আভাস-ইঙ্গিত গল্পেরও, পাঠকের দায় এখন গল্পটি নির্মাণ করে নেয়া। তিনি তাঁর পাঠককে এমন সম্মানই দেন। প্রথমাবধিই দিয়ে এসেছেন। এখানে তাঁর অনন্যতা আমাদের কথাসাহিত্যে। পঞ্চদশ গল্পের লাবণ্যপ্রভা নিয়ে বর্তমান গ্রন্থ তাঁর গল্পাবলীর সপ্তম সংকলন। জ্যোতিপ্রকাশ দত্তের গল্পসাধনমার্গেই বিচ্যুতিবিহীন সাধনার সাক্ষী। বর্তমান গল্প সংগ্রহে তাঁর ১৫টি গল্প সংকলিত হয়েছে।