টাঙ্গাইলের ঘটনার পর ঢাকায় চলে এসেছে আদিবাদের পরিবার। বিভীষিকার সেই স্মৃতি ভুলে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে তারা। এমন সময় হঠাত এক অদ্ভূত ফোন আসে আদিবার কাছে। অজানা লকটা যা বললো তাতে সাড়া দেবে কি দেবে না ভাবতে ভাবতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করে নতুন এক ঘটনার একেবারে মাঝখানে। নিয়তি কি আবার আদিবাকে টেনে নিচ্ছে সেই একই প্রহেলিকায়? মিরপুরের মাটিকাটা এলাকায় পাওয়া কাটা মাথার সাথে কী সম্পর্ক মহাডামর ক্বাল এর?