আকাশ থেকে ঝরে পড়ছে অদ্ভুত কিছু উল্কা । শখের জ্যোতির্বিদ নামিরা বুঝতে পারে এগুলো মোটেই সাধারণ উল্কা নয় । ওদিকে মিশরে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে । জনমনে আতঙ্ক । ফারাওদের অভিশাপের মতো কিছু কি আসছে? প্রলয়কালের পূর্বাভাস দেওয়ার যন্ত্রটাও খারাপ কিছুর সংকেত দিচ্ছে। তারপর? ভয়াবহ সংঘাতের মুখে পড়ল পৃথিবী ।