শাম্মী তুলতুল একজন তরুণ কথাসাহিত্যিকের নাম। বাবা আলহাজ আবু মােহাম্মদ খালেদ একজন শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও বেসরকারি প্রতিষ্ঠানের জিএম ছিলেন। বর্তমানে সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী। মা আলহাজ কাজী রওশন আখতার ছিলেন কলেজ ছাত্র সংগঠনের নেত্রী। (তিনি দৌলত কবির বংশধর)। তুলতুল প্রয়াত প্রবীণ শিক্ষাবিদ, লেখক, ব্রিটিশ বিরােধী আন্দোলনের নেতা ও কবি নজরুলের বাল্যবন্ধু আলহাজ আব্দুল কুদ্স মাস্টার-এর নাতনি। নানী প্রয়াত কাজী লতিফা হক বিখ্যাত বেগম পত্রিকার সুপরিচিত লেখিকা ছিলেন। একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবারে তুলতুলের জন্ম। গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার মােহাম্মদপুর গ্রামে। শেখ ওমর বাড়ি। কিন্তু তার জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম ষােলশহর। পড়ছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে'। তিনি চট্টগ্রাম বেতারে নিয়মিত অনুষ্ঠান গ্রন্থনা করে থাকেন। পাশাপাশি তিনি আবৃত্তিও করেন। ‘চোরাবালির বাসিন্দা’ তুলতুলের প্রথম উপন্যাস।