ছাব্বিশ বছর বয়সী যুবকের প্রণয়ে আসক্ত ষোড়শী প্রেমাসুখে ভুগছে খুব। প্রেমিকের হৃদয় দ্বারপ্রান্তে এসেও বারবার ফিরে যেতে হচ্ছে তাকে। প্রণয়ে তৃষ্ণাপীড়িত হৃদয়ের আকুলতা প্রেমিককে বুঝাতে ব্যার্থ সে। হৃদয়হীনতা আঘাতে খণ্ডবিখণ্ড হৃদয় ব্যাথায় কাতর। হুরায়রা ইয়াদের দিকে চাইলো একবার। খোলসের আবরণে নিজেকে ঢেকে রেখেছে ইয়াদ। হুরায়রা খুব করে চায় ইয়াদ একবার মুখ খুলে বলুক তাকে ভালোবাসি। রাতের অর্ধপ্রহর কেঁটে গেছে। পায়ের বুড়োআঙুলের দিকে তাকিয়ে বসে আছে হুরায়রা। ইয়াদ মাঝে মাঝে দুই একবার তাকে দেখছে। শরৎের মৃদু হাওয়ায় হুরায়রার খোলাচুল অবিন্যস্ত হয়ে মুখের একপাশে এলিয়ে পড়েছে। ইয়াদের বড্ড ইচ্ছে হলো সেগুলো কানের পাশে গুঁজে দেয়। কিন্তু ইচ্ছেটা অচিরেই দমে গেলো হুরায়রা নিজেই বাম হাতের তর্জনী দিয়ে সেগুলো কানের পাশে গুঁজে নিলো। "রাত বেড়েছে এইবার বাড়ি যা হুর।" "আপনি যাবেন না।" "আজ আর ফিরবো না বাকি রাতটা এখানেই কাটিয়ে দিবো ভাবছি।" "তবে তাই হোক আমিও না হয় বাকি রাতটা আপনার পাশে বসেই কাটিয়ে দিলাম।"
সুমাইয়া জাহান
Overall Ratings (0)