‘ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো!’ এই হুমকি দেয়নি বা শোনেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। এই হুমকি থেকে এটাই প্রমাণিত হয়, ঘুষির কারণে মানুষের নাক ফাটতে পারে। শীতে আমরা কেন লিপজেল ব্যবহার করি? কারণ আমাদের ঠোঁট ফাটে। নাক আর ঠোঁট ফাটার কারণ জানা গেল। কিন্তু পেট কীভাবে ফাটে? হ্যাঁ বন্ধুরা, পেট ফাটানোর একটাই উপায়, সেটি হচ্ছে হাসি। হয়তো ভাবছো এতো হাসির উপাদান কোথায় পাবো? নো ভাবনা, নো টেনশন।‘পেট ফাটা হাসি’ বইটা পড়া শুরু করো। আমি নিশ্চিত, হাসতে হাসতে পেট তো ফাটবেই, কোমরের বেল্টও ছিঁড়ে যেতে পারে।
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।