পার্মানেন্ট রেকর্ড
পার্মানেন্ট রেকর্ড। এ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনে চালিয়ে যাওয়া বৈশ্বিক নজরদারির এক উপাখ্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা- সিআইএ এবং এনএসএ'র সাবেক অফিসার এডওয়ার্ড স্নোডেন ২০১৩ সালে মার্কিন ইন্টারনেট নজরদারির উপর থেকে পর্দা উন্মোচন করেছিলেন। মার্কিন এই হুইসেলব্লোয়ারের কাছ থেকে বিশ্ব জানতে পারে PRISM, STELLARWIND, XKEYSCORE, Metadata সহ বেশ কিছু নজরদারি ব্যবস্থার কথা। স্নোডেন এর ভাষায়, "PRISM ব্যবহার করে এনএসএ Microsoft, Google, Yahoo!, facebook , Paltalk, YouTube, Skype, AOL, Apple থেকে অডিও, ভিডিও চ্যাট, ইমেইল, ছবি, ওয়েব ব্রাউজিং কন্টেন্ট, সার্চ ইঞ্জিন ও ক্লাউডে সংরক্ষিত ডাটা নিয়মিত সংগ্রহ করতো।" স্নোডেনের সেই তথ্যফাঁসের কারণেই মানুষ জানতে পারে তাদের প্রতিটি অনলাইন কমিউনিকেশনের রেকর্ড রাখা হচ্ছে। পার্মানেন্ট রেকর্ড। যখন ইচ্ছা তখন কাওকে বলির পাঠা বানানোর জন্য মার্কিন সরকার সেই রেকর্ড ব্যবহার করতে পারবে। এডওয়ার্ড স্নোডেন এক জিনিয়াসের নাম। এই সাবেক গোয়েন্দা নিজের জীবন বাজি রেখে মার্কিন সরকারের মুখোশ উন্মোচন করার দুঃসাহসিক কাজ করেছেন। অবৈধ বৈশ্বিক নজরদারির আদ্যোপান্ত জানার সাথে তার এই রোমাঞ্চকর, তথ্যবহুল, নাটকীয় জীবন সম্পর্কে জানার জন্য বইটি পড়া বেশ জরুরি বলে মনে করি।