আন্তর্জাতিক পৃথিবীতে লোক-সংস্কৃতির গবেষণা আজ তুলনামূলক থিয়োরী। লোক-সাহিত্য প্রথম খন্ডের মত দ্বিতীয় খন্ডের লক্ষ্য, আবেদন ও ব্যাখ্যা আন্তর্জাতিকপন্থী। বইটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যান্তর্গত। সাহিত্যে দাউদ, জাতীয় গ্রন্থকেন্দ্র ও অন্যান্য পুরস্কার প্রাপ্ত।