প্রতিটি মানুষের জীবনে উপন্যাসের প্লট থাকে, উপন্যাস রচনার উপাদান থাকে। আবার সেই জীবনে যদি থাকে নানা ধরনের সামাজিক, ভৌগোলিক ও অর্থনৈতিক জঙ্গমতা, তাহলে তার সাদামাটা বর্ণনাও মহাকাব্যিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে। শফিক আশরাফের ‘পাউঠি’ পড়ে এ কথা মনে হলো। এ উপন্যাসের কাহিনি মূলত দ্বিমাত্রিক- একদিকে বয়নশিল্পের সঙ্গে জড়িত একটি জনজাতির আত্মপরিচয়ের বিবরণ, অন্যদিকে এই সম্প্রদায় থেকে উঠে আসা একটি সত্তা কিভাবে বৃহত্তর সমাজের সঙ্গে নিজেকে যুক্ত করে তার বর্ণনা। দুটোই আগ্রহব্যঞ্জক।
বইটির বহুল প্রচার কামনা করি।
স্বরোচিষ সরকার