এই বইয়ের সব গল্পই বাঘ নিয়ে। বাঘ নিয়ে কত গল্প যে রয়েছে পৃথিবীতে! আর কতরকম বাঘ যে আছে সেইসব গল্পে তার কোনো শেষ নেই! বোকা, চালাক, ভ্যাবলা, ক্যাবলা, ভীতু ... আবার কোনো বাঘ ভয়ঙ্কর! কিন্তু বাঘগুলো যেমনই হোক গল্পগুলো খুবই মজার। সেইসব গল্প থেকে বেছে পনেরোটি গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। যত গল্প সিরিজের প্রথম বই এটি। এখানে গল্পগুলো নতুনভাবে বলা হয়েছে, নতুনভাবে ছবি আঁকা হয়েছে। নতুন দিনের পাঠক তোমরা, তোমাদের চোখে নতুন পৃথিবীর আলো। সে আলোয় ছোট্ট এই পৃথিবীটা, এই নীলগ্রহটা ভরে উঠুক।
আহমদ রফিক
প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর, ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত, তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার শিক্ষাজীবন বারবার বিপর্যস্ত হয়। শিল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকলেও, মূলত সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং বর্তমানে সম্পূর্ণ সাহিত্যকর্মে সক্রিয়। তিনি রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমীর ফেলো এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে *শিল্প সংস্কৃতি জীবন* (১৯৫৮), *আরেক কালান্তরে* (১৯৭৭), *ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য* (১৯৯১) এবং *রবীন্দ্রনাথের চিত্রশিল্প* (১৯৯৬) অন্তর্ভুক্ত। কবিতাগ্রন্থের মধ্যে *নির্বাসিত নায়ক* (১৯৯৬), *বাউল মাটিতে মন* (১৯৭০), *রক্তের নিসর্গে স্বদেশ* (১৯৭৯) উল্লেখযোগ্য। সাহিত্যক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য ১৯৭৯ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯৫ সালে একুশে পদক এবং কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি লাভ করেন।