পাশা, একটি মুসলিম সামন্ত পরিবারের তিন পুরুষের কাহিনি নিয়ে আব্রত এই উপন্যাস। বিশ শতকের ইংরেজি, পরে পাকিস্তান ও তৎপরবর্তী বাংলাদেশ আমলের সূচনাপর্ব অবধি ব্যাপ্ত এই উপন্যাসে কোলকাতা, খুলনাযশোর এবং ঢাকার তৎকালীন রাজনৈতিক সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়েছে। বহুমাত্রিক চরিত্র-০চিত্রণের ভেতর দয়ে ব্যক্তি ও সমাজের নানা টানাপোড়েন পাঠককে সজাগ ও মনোযোগী করে তোলে। ইতিহাসের দিক থেকে এই উপন্যাসে স্বদেশি আন্দোলন, বাংলাদেশি আনোদলন, বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং তার পরিণতি রূপায়িত হয়েছে। উপন্যাসটি ঘটনাবহুল; যার মধ্য দিয়ে উপমহাদেশের পূর্বাঞ্চলের বিশশতকের সাতদশকের দেশকাল ও মানুষ সার্থকভাবে ফুটে উঠেছে। উপন্যাসের বিভিন্ন চরিত্রের সব গল্প তিনটি চরিত্রকে অবলম্বন করে েএকটি শতাব্দীর ভাঙ্গাগড়ার কল্পকাহিনিতে রূপায়িত হয়েছে। সবমিলিয়ে লেখকের ভাষা, বর্ণনাকৌশল ও নির্মাশশৈলির গুণে একটি জাতি ও রাষ্ট্রের নিকট ইতিহাসের দালিলিক উপাখ্যানে উপন্যাসটি উজ্জ্বল।