যেকোনো গল্প বা উপন্যাস পড়তে গেলে প্রথম কোন জিনিসটা পাঠককে আর্কষণ করে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, প্রধান চরিত্র! এটি কখনও রাশভারী, কখনও রহস্যময়। এর সাথে অন্যান্য চরিত্রগুলো গল্পের প্লটের ডালপালা ছড়ায়। কখনও কখনও শেষ হাসি হেসে ভিলেনও হয়ে উঠতে পারে প্রধান চরিত্র। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন? এসব চরিত্রের ভীড়ে হয়তোবা কিছু কিছু চরিত্র থেকে যায়, যে কিনা বরাবরই উপেক্ষিত, কিংবা তেমন একটা প্রাধান্য পায় না, নিজেকে পার্শ্বচরিত্রের ভূমিকায় রেখে সেই আসলে দিয়ে যায় ঘুঁটির শেষ দান! আমাদের বাস্তব জীবনেও কি এমনটি ঘটছে না? ভালো করে লক্ষ্য করে দেখুন তো, অন্য কারো জীবনে আপনার ভূমিকা কোথায়? সবার জীবনে কেউ না কেউ পার্শ্বচরিত্র হিসেবে থাকে... আপনি কারোর জীবনে পার্শ্বচরিত্র নন তো ?