'শিশুরা পবিত্র ও নিষ্পাপ। শিশুরা মঙ্গলের কারণ, আনন্দের উপকরণ ও প্রেরণার উৎস। শিশুরা জান্নাতের ফুল। শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার। মহান স্রষ্টার এক অপার নিয়ামত। শিশু মানবজাতির অতীব গুরুত্বপূর্ণ অংশ। পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজন শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। তাই শিশুদের মেধা বিকাশে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুরক্ষা ও নিরাপত্তাবিধানের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করা প্রত্যেক পিতামাতার প্রধান দায়িত্ব। দেশের গোটা সমাজচিত্রেই দেখা যায়, পিতামাতার অদক্ষ গাইডলাইনে হাজারো সন্তান হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। আপনার সন্তান আপনার আমানত। কিন্তু সেই আমানত কীভাবে সংরক্ষণ করবেন, কীভাবে তাকে আদর্শ মানুষে পরিণত করবেন; কুরআন-সুন্নাহর আলোকে তারই গ্রন্থিত রূপই—‘প্যারেন্টিং স্কিলস’।'