ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলাদেশের পূর্বপ্রান্তে পূর্বপ্রান্তে সবুজ এক টুকরো ভূখণ্ডের নাম পার্বত্য চট্টগ্রাম। ভূ-রাজনৈতিক কারণে চট্টগ্রাম সংলগ্ন এ অঞ্চলটি মোগল,বৃটিশ, পাকিস্তান আমল থেকে স্পর্শকাতর অঞ্চল হিসেবে পরিগণিত হয়ে আসছে। মধ্যযুগে এশিয়ার বিভিন্ন অঞ্চলসমূহ থেকে আগত বিভিন্ন নৃ- গোষ্ঠির মানুষেরা এখানে এসে বসতি স্থাপন করেন। তাঁরা এখানে এসে বসতি স্থাপন করেন। তাঁরা তাঁদের রীতিনীতি, জীবনাচরণ- জীবনব্যবনস্থা নিয়ে গড়ে তোলেন এ অঞ্চল থেকে একেবারেই পৃথক এক নিজস্ব সংস্কৃতিতে যাপিত আবাসভূমি। কিন্তু বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের এই নিজস্ব ধারাটি চ্যালেঞ্জর মুখোমুখি হয়। এক এক সময় এক এক ধরণের প্রশাসনিক ব্যবস্থাপনার মুখোমুখি হন তাঁরা। ফলে সৃষ্টি হয় নানা ধরণের সংকটের। এ সংকটের স্বরূপ নির্মোহভাবে ঐতিহাসিকের দৃষ্টিতে তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে এ গবেষণা গ্রন্থে।
সূচিপত্র ভূমিকা পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক সমস্যার ঐতিহাসিক পটভূমি পার্বত্য চট্টগ্রামের ভূ-রাজনৈতিক অবস্থান ও প্রশাসনে এর প্রভাব কাপ্তাই বাঁধ নির্মাণ এবং উদ্ভূত জটিলতা বাংলাদেশের স্বাধীনতাপূর্ব পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক পদক্ষেপ ও তার প্রতিক্রিয়া উপসংহার