পার্বত্য চট্টগ্রাম যেন একটি দেশের মধ্যে আরেকটি দেশ। সেখানে নিসর্গ আর মানুষ সমতলবাসীর চেয়ে আলাদা। বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে সেখানে জন্ম নিয়েছে জুম্ম জাতীয়তাবাদ। ফলে তৈরি হয়েছে বিরোধ। একসময় তা গেছে সশস্ত্র ধারায়। একপর্যায়ে তারা হাতে তুলে নিয়েছে অস্ত্র। রাষ্ট্র তার নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছে। দুই পক্ষেই রক্ত ঝরেছে অনেক। এর সঙ্গে যুক্ত হয়েছে এক অনুসন্ধানী সাংবাদিকের রোমাঞ্চকর অভিজ্ঞতা আর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জেনারেল আবুল মনজুরের বিয়োগান্ত উপাখ্যান। আছে জুমপাহাড়ের রাজনীতির ভাঙাগড়ার কাহিনি। শেষমেশ দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। কিন্তু শান্তি কি ফিরে এসেছে? গবেষক মহিউদ্দিন আহমদ এ বইয়ে তুলে ধরেছেন তার পূর্বাপর।
মহিউদ্দিন আহমদ
মহিউদ্দিন আহমদ জন্ম ১৯৫২, ঢাকায়। পড়াশােনা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দৈনিক গণকণ্ঠএ কাজ করেছেন প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন এনজিও স্টাডিজ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক। তার লেখা ও সম্পাদনায় দেশ ও বিদেশ থেকে বেরিয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা।
Title :
পার্বত্য চট্টগ্রাম : শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন (হার্ডকভার)