মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মিচিও কাকুর জন্ম ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি, যুক্তরাষ্ট্রে। বহুল আলোচিত স্ট্রিং থিওরি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। ২৫ বছর ধরে অধ্যাপনা করছেন নিউইয়র্কের সিটি কলেজে। সর্বস্তরে বিজ্ঞানকে জনপ্রিয় করতে একাধিক বই লিখেছেন, উপস্থাপনা করেছেন বিজ্ঞানবিষয়ক বিভিন্ন রেডিও ও টিভি অনুষ্ঠানে। তাঁর লেখা জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে ফিজিকস অব দ্য ইমপসিবল, ফিজিকস অব দ্য ফিউচার, দ্য ফিউচার মাইন্ড, প্যারালাল ওয়ার্ল্ডস এবং দ্য ফিউচার অব হিউম্যানিটি। এর অধিকাংশই ‘নিউইয়র্ক টাইমস’-এ বেস্টসেলারের মর্যাদা পেয়েছে।
আবুল বাসার
জন্ম বাংলাদেশের সাথে গণ জাগরণের বছরে, কুমিল্লা শহরের পাশে দিশাবন্দ গ্রামে। মায়ের আদর বোঝার আগেই মাকে হারালেও বড় ভাইয়ের আদর মায়ের অভাব বুঝতে দেয়নি। শৈশব কেটেছে গ্রামে, তাই সীমাহীন মুক্তি আর প্রকৃতি-প্রদত্ত প্রাচুর্যের মধ্যে। অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে পাশ্চাত্যে কিছুদিন শিক্ষকতা শেষে বর্তমানে দেশে একটি দাতা সংস্থায় কর্মরত। ভালো লাগে রবীন্দ্র সংগীত, জীবনানন্দ দাশের কবিতা আর শীতের দুপুর। খারাপ লাগে মানুষের অহেতুক রূঢ়তা। ব্যক্তি জীবনে এক অমূল্য সোনার কেল্লার অধিকারী, যার অপর তিন স্তম্ভ সোনামুখী ফারহা, সূর্যমুখী টাপুর এবং চন্দ্রমুখী টুপুর।