ফ্ল্যাপের কিছু কথাঃ দেশগাঁও রোহিলা থেকে এসেছেন রাজিন্দারের দিদি-জামাইবাকুভ গুরবচন সিং আর রোহিণী কাউর। মা,স্ত্রী ও ছেলে কুলদীপকে নিয়ে রাজিন্দারের ভবানীপুরের ফ্ল্যাটে আজ একটু অন্যরকম হাওয়া। পুয়াজি-ফুফ্ফরজিকে পেয়ে কুলদীপ খুশি। বাঙালি সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা কুলদীপের মনে চকিতে ভেতে ওঠে রোহিলার সবুজ ক্ষেত আর তার বন্ধু রানার বোন রিমঝিমের মুখ। কিন্তু গাড়ির শৌখিন ফিটিংসের ব্যবসায়ী নিরীহ প্রবাসী রাজিন্দারের ফ্ল্যাটে হঠাৎ নেমে আসে মৃত্যুর পরোয়ানা। মিথ্যে খবরের ওপর ভিত্তি করে পঞ্জাব পুলিশ কলকাতায় ধেয়ে এসে উগ্রপন্থি সন্দেহে হত্যা করে রাজিন্দারের দিদি-জামাইবাবুকে। এই অন্যায়, অবিচার ও বেইমানির আগুনে পুড়ে যায় একটি পরিবার। প্রতিকারহীন অন্ধকারে আলো হাতড়ে ফেলে কুলদীপ। চলে যেতে চায় পঞ্জাবে। কিন্তু সেখানে গিয়েও কি সে ভূমিপুত্র হতে পারবে? নিজেকে কি আজনবি লাগবে না তার? এ সব প্রশ্নের উত্তর এই উপন্যাসের জীবন্ত কাহিনীতে।
সুচিত্রা ভট্টাচার্য
জন্ম ভাগলপুরে, ১০ জানুয়ারি, ১৯৫০। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। ছােটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর টান বােধ করতেন। তবে লেখালেখিতে মনােযােগী হয়েছেন সত্তর দশকের শেষ থেকে। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরেফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। আবার ছােটদের জন্যে গােয়েন্দা কাহিনি, হাসির গল্প থেকে গভীর প্রেম ও বিরহের গল্প সব পরিধিতেই সমান জনপ্রিয় তিনি। নিষ্ঠাবান এই লেখিকা নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। এইসব পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমােহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সর্বশেষ দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৫ প্রভৃতি। পত্রভারতী প্রকাশিত বই শুধু প্রেম, তবু প্রেম, হায় প্রেম, বত্রিশের ধাক্কা। গপ্পোসপ্পো, হাসি মজা ডট কম, কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ, ছােটদের বারােরকম। আকস্মিক প্রয়াণ ১২ মে ২০১৫।