পাপিয়া অজ পাড়াগাঁয়ের একটি মেয়ে। কাসে সে বরাবরই প্রথম হয়। কিন্তু কাসে শিক্ষকের ভয়ে আতঙ্কিত থাকে সে। পাপিয়ার স্কুল ছেড়ে দেওয়ার অবস্থা যখন তখন তার মুখে সুকুমার বড়ুয়ার একটি ছড়া শুনে শহুরে মাস্টার আবিষ্কার করলেন গ্রাম এখনও আসল বাংলাদেশ। তিনি গ্রামে এসে ভুল করেননি। গ্রামের এক স্কুল, পাপিয়া আর মাস্টারের টান টান গল্প পাপিয়া। শিশুদের জন্য মজার ও শিক্ষণীয় এই গল্পটি লিখেছেন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে থিয়েটার করা আর একসময়ের ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের কর্মী, শিশু অধিকার বিশেষজ্ঞ মোহম্মদ মারুফ খান। বইটিতে বিচিত্র সব ছবি সংযোজন করে আকর্ষণীয় করে তুলেছেন তরুণ চিত্রশিল্পী সব্যসাচী মিস্ত্রী।