কামরুল হাসান শায়ক ৬ সেপ্টেম্বর ১৯৬৫ সালে সৈয়দপুর, নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সিরাজুল হক ভূঁইয়া এবং মাতা সালমা বেগম। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশের প্রকাশনা জগতে একজন বিশেষজ্ঞ প্রকাশক হিসেবে পরিচিত। তিনি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বই বিপণন ও মেলার ব্যবস্থাপনার ক্ষেত্রে তার কাজ প্রশংসনীয়। বর্তমানে তিনি এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন-এর কো-পাবলিশিং, ট্রান্সলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি। তার প্রকাশিত বইগুলির মধ্যে ‘এলোমেলো দুঃখগুলো’ (১৯৯৮), ‘জেমি ও জাদুর শিমগাছ’ (২০০৩), এবং ‘মুদ্রণশৈলী নান্দনিক প্রকাশনার নির্দেশিকা’ (২০১৮) উল্লেখযোগ্য।