শব্দ দিয়ে জীবনের অনুভূতি যত নিখুঁত ভঙ্গিমায় প্রকাশ করা যায়, আমরা সেটাকে সাহিত্যের সৌকর্য বলি। এই সৌকর্য অর্জনের জন্য নানা মর্তবার মানুষের জীবন দেখতে হয়। শব্দ নয়, মানুষের জীবন দেখার বিদ্যাই সাহিত্যে আরাধ্য। মুজিব হাসান জীবনের নানা রূপ, নানা ভূগোল গদ্যের ব্যঞ্জনা দিয়ে সাজাতে ভালোবাসে। তার এক্সপেরিমেন্টাল গদ্য জীবনের নানামাত্রিক মুখচ্ছবি তুলে আনে নিপুণ কায়দায়। যেন প্রতিটি শব্দ তাদের গোপন অভিজ্ঞতা জানান দিতে চায় গদ্যের আবডালে। ‘পাঁচ পাপড়ির কাঁটা’ বইটি এমনই স্বাদু গদ্যের সরস আয়োজন।