পাখিয়ার উপন্যাসটি লেখার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়েছিল- পাহাড় আর বনোভূমি। বান্দরবানের গভীনে ( থানচি, তিন্দু, রাজা পাথর, রেমাক্কি, নাফখুম, জিন্নাপাড়পা, দেবতা পাহাড়, থুইচাপাড়া) ঘুরে বেরিয়েছি। আমার দেখা হয়েছিল- খেয়াংদের সাথে। ওদের সাথেই থাকতে হয়েছিল আমাকে। ছোট বাঁশের তৈরী মাচাং ঘরে থাকতাম আমি।
এ গল্পটি যতদিন ধরে লিখছি, ততদিন আমার নিজের বলেই মনে হত। প্রকাশ না হওয়া পর্যন্ত এটা পড়ে থাকে- কোন ব্যক্তিগত সম্পত্তির মত। কিন্তু সম্পতি আর উপন্যাসের মাঝে রয়েছে বিস্তর ব্যবধান ।
সম্পত্তি দিয়ে ক্ষুধা নিবারণ হয়, যা মানুষ ও পশু সবারই প্রয়োজন পড়ে। আর ভালো উপন্যাস মানুষকে আলোকিত করে- এখানে পশুর নেই কোন লেনদেন।